ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ কাজী নেয়ামুল হকের পদত্যাগ দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ প্রাঙ্গণ।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের একাংশের উদ্যোগে কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা কলেজের বাইরে বিক্ষোভ করেন। পরে কলেজ কর্তৃপক্ষের আহ্বানে চলমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। তাদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরাও ভেতরে প্রবেশ করেন।
বিক্ষোভকারীদের দাবি, কলেজের স্বঘোষিত অধ্যক্ষ কাজী নেয়ামুল হক কলেজ পরিচালনায় স্বেচ্ছাচারিতা করছেন। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ বিষয়ে সিটি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
অন্যদিকে, কলেজ সংলগ্ন সড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :