শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এই অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশনা দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয়েছে।
মাউশির চিঠিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবসসমূহ পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে।
৭ জুলাই বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণী পাঠানো হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :