রবিবার, ২০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০২:৫৬ পিএম

এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ কবে?

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০২:৫৬ পিএম

এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ কবে?

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয় গত ১১ জুলাই। ১৭ জুলাই সন্ধ্যা ৬টায় শেষ হয় এ কার্যক্রম। শিক্ষার্থীরা টেলিটকের এসএমএস পদ্ধতিতে এ আবেদন করেন।

পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফলাফল আগামী ১০ আগস্টের আগেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘ফল প্রকাশের এক মাসের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করার বিধান রয়েছে। সে অনুযায়ী কাজ এগিয়ে চলছে।’

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘আবেদনপত্রের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। তবে আবেদন শেষ হওয়ার পর খাতা যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে বুয়েট কর্তৃপক্ষ।’

উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ১০ জুলাই দুপুর ২টায়। ফলাফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট ছিলেন না, তারা নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেন।

এবারের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ জানানো হবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে।
 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!