আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর নির্বাচনি আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে নিজেই নিজের ব্যানার অপসারণ শুরু করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। একই সঙ্গে উপজেলাজুড়ে স্থাপন করা দলীয় ও ব্যক্তিগত সব ব্যানার-ফেস্টুন অপসারণ করতে নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালসংলগ্ন এলাকায় নিজের নির্বাচনি ব্যানার স্ব-উদ্যোগে সরিয়ে ফেলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।
ডা. রেজাউল করিম বলেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম সবার জন্য সমান। ন্যায়সংগত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাইলে নির্দেশনা মানা আমাদের দায়িত্ব। তাই আমি নিজেই আমার ব্যানার সরানোর কাজ শুরু করেছি।’
তিনি রাঙ্গুনিয়ার সব প্রার্থী ও সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যেই ব্যানার-পোস্টার অপসারণের আহ্বান জানিয়ে বলেন, ‘নির্দেশনা মেনে চললে নির্বাচনি পরিবেশ আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণ হবে।’
এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, প্রার্থীর এ সচেতনতা ও নিয়ম মানার প্রবণতা রাঙ্গুনিয়ায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন