ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

এক দিনে নয় ২ দিনেই হবে স্থগিত পরীক্ষা, রুটিন প্রকাশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৬:২৮ পিএম
২ দিনে হবে স্থগিত পরীক্ষা, রুটিন প্রকাশ। ছবি- সংগৃহীত

মাইলস্টোন ট্রাজেডির কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে এই রুটিন প্রকাশ করা হয়। 

এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও কুমিল্লা অঞ্চলে বন্যার কারণে এইচএসসি বা সমমান পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া এ পরীক্ষাগুলোর রুটিনও আজ প্রকাশ করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা হবে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার)। এসব পরীক্ষা হওয়ার কথা ছিল ১০ জুলাই।

ঢাকা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার জন্য ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্রের পরীক্ষা হবে ১৪ আগস্ট (বৃহস্পতিবার)। একই দিনে বিকেলে অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র, আরবি ২য় পত্র এবং পালি ২য় পত্রের পরীক্ষা। এই পরীক্ষাগুলোর পূর্বনির্ধারিত তারিখ ছিল ১৭ জুলাই।

সাধারণ শিক্ষা বোর্ডসমূহের  ২২ জুলাইয়ের রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, ইতিহাস ২য় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রের পরীক্ষা হবে ১৭ আগস্ট (রোববার)। 

এ ছাড়া ২৪ জুলাইয়ের অর্থনীতি ১ম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট (মঙ্গলবার)।

এর আগে, স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। 

এই ঘোষণার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। একদিনে দুটি বিষয়ের পরীক্ষা হলে বিশেষ করে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য তা হবে চাপের। অনেকেই ক্ষোভ প্রকাশ করে সময়সূচি নির্ধারণে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্তের আহ্বান জানান।

স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি।  ছবি- সংগৃহীত