ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

একাদশে ভর্তিতেও থাকছে মুক্তিযোদ্ধা কোটা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৯:১০ পিএম
একাদশে ভর্তিতেও থাকছে মুক্তিযোদ্ধা কোটা, বাদ জুলাই আন্দোলনকারীদের কোটা। ছবি- সংগৃহীত

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী এবারও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা বহাল রাখা হয়েছে। তবে আলোচিত জুলাই আন্দোলনকারীদের জন্য কোনো কোটা রাখা হয়নি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মুক্তিযোদ্ধা ও শিক্ষা মন্ত্রণালয়ের সন্তানদের জন্য কোটা

নীতিমালায় জানানো হয়, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা এবং শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরে কর্মরতদের সন্তানদের জন্য ২ শতাংশ কোটা রাখা হয়েছে। অর্থাৎ মোট ৭ শতাংশ কোটায় ভর্তি হবে, বাকি ৯৩ শতাংশ আসনে ভর্তি হবে মেধার ভিত্তিতে।

তিন ধাপে চলবে ভর্তি কার্যক্রম

ভর্তির আবেদন নেওয়া হবে তিন ধাপে।

  • প্রথম ধাপের আবেদন: ৩০ জুলাই থেকে ১১ আগস্ট
  • ফল প্রকাশ: ২০ আগস্ট রাত ৮টায়
  • এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে যথাক্রমে আবেদন গ্রহণ, মাইগ্রেশন, নিশ্চয়ন ও ভর্তি সম্পন্ন করা হবে।
  • ক্লাস শুরু: আগামী ১৫ সেপ্টেম্বর

জুলাই আন্দোলনের কোটা বাদ

ভর্তির খসড়া নীতিমালায় জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত বা সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের বিশেষ সুবিধার কথা উল্লেখ থাকলেও চূড়ান্ত নীতিমালায় তা বাদ পড়েছে।

একই সঙ্গে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রস্তাবও ছিল, তবে সমালোচনার মুখে কোটা বহাল রাখা হয়েছে।