ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

জুলাই মাসের পৌনে ৪ লাখ শিক্ষকের বেতনের প্রস্তাব মাউশিতে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৯:২৯ পিএম
পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতনের প্রস্তাব মাউশিতে পাঠানো হয়েছে। ছবি- সংগৃহীত

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় ৩ লাখ ৭৯ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতনের সারসংক্ষেপ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে মাউশির ইএমআইএস (এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সেল থেকে এই সারসংক্ষেপ অধিদপ্তরের প্রশাসন শাখায় পাঠানো হয়।

মাউশি সূত্র জানায়, জুলাই মাসের বেতনের জন্য ৩ লাখ ৭৮ হাজার ৯০৭ জন শিক্ষক-কর্মচারীর নাম অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের ২ লাখ ৯১ হাজার ৫১৮ জন এবং কলেজ পর্যায়ের ৮৭ হাজার ৩৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

মাউশির প্রোগ্রামার-৫ মো. জহির উদ্দিন বলেন, স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে। যথাসময়ে অনুমোদন মিললে শিক্ষকরা আগামী ৪ আগস্ট ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে তাদের বেতন-ভাতা পাবেন।

এদিকে দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ‘অ্যানালগ’ পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা পেয়ে আসছিলেন, যা তুলতে গিয়ে তাদের নানা ভোগান্তির শিকার হতে হতো।

এ সমস্যা নিরসনে গত বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, ধাপে ধাপে বেসরকারি শিক্ষকদের এমপিওর অর্থ ইএফটি’র মাধ্যমে দেওয়া হবে।

প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে ২০৯ জন শিক্ষক-কর্মচারী ইএফটির মাধ্যমে অক্টোবর মাসের বেতন-ভাতা পান। এরপর ধাপে ধাপে এই সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে প্রায় সব শিক্ষক-কর্মচারীই ইএফটির মাধ্যমে বেতন পাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় শিক্ষকরা মে এবং জুন মাসের বেতন পেয়েছেন। তবে এখনো জুলাইয়ের বেতন না পাওয়ায় চরম দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

আগামী সপ্তাহে মাউশি থেকে এই প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হবে। অনুমোদন মিললেই ইএফটির মাধ্যমে বেতন ছাড় করা হবে।