ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

একাদশে ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১২:১৭ পিএম
ছবি -সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ থেকে। প্রথম পর্যায়ের এই আবেদন গ্রহণ চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। তিনটি ধাপে সম্পন্ন হবে পুরো ভর্তি প্রক্রিয়া।

এবারও কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই শুধু এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতেই কলেজে ভর্তি করা হবে। আবেদন ও পেমেন্ট সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন করতে হবে। 

অনলাইনে যেভাবে আবেদন ফরম পূরণ করতে হবে- 

সর্বপ্রথম ফি জমা দিতে হবে। আবেদন ফি পরিশোধের জন্য বিকাশের মাধ্যমে সহজেই পেমেন্ট করা যাবে। বিকাশ অ্যাপে গিয়ে ‘Education Fee’ অপশনে ক্লিক করবেন।

তারপর ‘XI Class Admission’ নির্বাচন করতে হবে। এরপর রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, পাসের সন ও মোবাইল নম্বর দিয়ে পরবর্তী ধাপে গিয়ে পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করা যাবে। নির্ধারিত টাকার পরিমাণ নিজে থেকে দিতে হবে না, স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত ফি কেটে নিয়ে যাবে। 

অনলাইনে ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রথমে http://www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে যেতে হবে। তার লগইন বাটনে ক্লিক করতে হবে।

দ্বিতীয় পেজে গিয়ে ‘সাইন আপ’ বাটনে ক্লিক করে এসএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর মোবাইলে এসএমএসের মাধ্যমে আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।

এরপর ওই তথ্য দিয়ে লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখান থেকে নির্ধারিত কলেজ কোড বা নাম দিয়ে সার্চ করে পছন্দের কলেজ নির্বাচন করে আবেদন জমা দিতে হবে।

একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মেধা, কোটা ও পছন্দক্রম বিবেচনায় নিয়ে একটিমাত্র কলেজে তাকে ভর্তির জন্য নির্বাচিত করা হবে। তবে প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সন্তান, বিকেএসপির শিক্ষার্থী ও যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন হিসেবে এসএসসি উত্তীর্ণ হয়েছেন, তারা বোর্ডে প্রমাণপত্রসহ ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। বোর্ড সেসব আবেদন যাচাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।