চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) মাউশি থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বোর্ডগুলোর কাছে নির্ধারিত ছকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, মোট উত্তীর্ণদের সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত ও জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা চাওয়া হয়েছে।
প্রতি বছর এইচএসসি পর্যায়ে মোট ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে রাজস্ব খাতভুক্ত বৃত্তি দেয় সরকার। এর মধ্যে ১ হাজার ১২৫ জন পান মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জন পান সাধারণ বৃত্তি।
মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১,৮০০ টাকা পেয়ে থাকেন। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের জন্য মাসিক ৩৭৫ টাকা ও এককালীন ৭৫০ টাকা বরাদ্দ থাকে। তথ্য যাচাই শেষে এবারও এই নিয়মেই বাছাই হবে বৃত্তিপ্রাপ্তরা।