চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে ৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে গেছেন। এ ছাড়া ৬৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করতে সক্ষম হয়েছেন।
রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের আবেদনকৃত খাতার নম্বর পুনঃমূল্যায়ন করে সংশোধন করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার মোট ৭৮ হাজার ১৯২টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য চ্যালেঞ্জ করা হয়েছিল। এর মধ্যে এক হাজার ৭৪২টি খাতার নম্বর পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া এক হাজার ৬৬৯ শিক্ষার্থীর নম্বর সংশোধিত হয়েছে।
চট্টগ্রাম বোর্ডে পুনঃনিরীক্ষণের মাধ্যমে মোট ৬৪৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৬৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে ৬৫ জন জিপিএ-৫ অর্জন করেছেন।
আপনার মতামত লিখুন :