বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৬:১৭ পিএম

জাতীয়করণের দাবি নাকচ করলেন শিক্ষা উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৬:১৭ পিএম

দাবি মেনে নিতে সরকারকে এক মাস সময় দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। ছবি- সংগৃহীত

দাবি মেনে নিতে সরকারকে এক মাস সময় দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। ছবি- সংগৃহীত

জাতীয়করণের দাবি নাকচ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তবে জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যান্য দাবির প্রতি তিনি প্রাথমিকভাবে একমত প্রকাশ করেছেন। 

বুধবার (১৩ আগস্ট) শিক্ষকদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন অধ্যাপক আবরার। সভা সূত্রের একাধিক শিক্ষক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘জাতীয়করণ অন্তর্বর্তী সরকার করতে পারবে না। এটি নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। তবে শিক্ষকদের অন্যান্য দাবিগুলো যৌক্তিক এবং ধাপে ধাপে এগুলো বাস্তবায়িত হবে।’

সভায় বদলির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে সর্বজনীন বদলির বিষয়টি দেখভাল করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া শিক্ষকদের বাড়িভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির বিষয়ে সরকার বিবেচনা করবে।’

সূত্রের তথ্য অনুযায়ী, শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সভায় মন্ত্রণালয় ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে বাড়িভাড়া এবং অন্যান্য বিষয়গুলো সমাধানের প্রাথমিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষকদের বাড়িভাড়া ১ হাজার টাকা বৃদ্ধি করে ২ হাজার টাকা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তবে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। দাবি না মানা হলে ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতির হুমকি দেওয়া হয়েছে।

জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক এবং প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ৩০ দিনের মধ্যে দাবি না মানা হলে সর্বাত্মক আন্দোলনে যাওয়ার প্রস্তুতি আছে।’
 

Shera Lather
Link copied!