জুলাইয়ের গণঅভ্যুত্থানে চোখ হারানো জসীমউদ্দিন খান এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি আন্তর্জাতিক সম্পাদক পদে লড়াই করছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, প্রাথমিক তালিকায় বৈধ প্রার্থী হিসেবে ৪৬২ জন এবং হল সংসদে ১ হাজার ১০৮ জন অন্তর্ভুক্ত হয়েছেন। আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন বৈধ প্রার্থী অংশগ্রহণ করছেন।
জসীমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট (বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির) প্যানেল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি সহ মোট ১৫ জন প্রার্থী এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আন্তর্জাতিক সম্পাদক পদে লড়ছেন: আকিব হাসান, ইমরান মিয়া, এইচ. এ. এম. ফাহিম কবির, জসীমউদ্দিন খান, তাসনিম বিন মাহফুজ, নাফিজ বাশার আলিফ, মুস্তাকীম মাহমুদ রাহীম, মেহেদী হাসান, মো. শাকিব মাহামুদ, মো. আতাউর রহমান, মো. তোফাজ্জল হক আকাশ, মো. নাঈমুদ্দীন, মোহাম্মদ আলী, মোহাম্মদ সাকিব ও রেজওয়ান আহম্মেদ রিফাত।
গত বুধবার ডাকসু নির্বাচনে মোট ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বৃহস্পতিবারে ৪৬২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীদের মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। অপরদিকে, ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে পারবেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন