মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১০:৫৩ এএম

‘এক দুই তিন চার, ফ্যাসিস্ট কেন বলল স্যার’- স্লোগানে মুখর বাকৃবি

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১০:৫৩ এএম

কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে ফুঁসছে বাকৃবি পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। ছবি- রূপালী বাংলাদেশ

কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে ফুঁসছে বাকৃবি পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের অংশ হিসেবে সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মশাল মিছিল করেছেন তারা। পাশাপাশি, শিক্ষকদের পক্ষ থেকে এই আন্দোলনকে ‘ফ্যাসিবাদের সঙ্গে তুলনা’ করায় শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

সন্ধ্যায় পশুপালন অনুষদ থেকে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা সমাবর্তন চত্বরে এসে সমবেত হন। এ সময় তারা স্লোগান দিতে থাকেন- ‘তুমি কে, আমি কে- ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট’, “এক দুই তিন চার, ফ্যাসিস্ট কেন বলল স্যার’, যা মুহূর্তেই প্রতিবাদী পরিবেশে উত্তাল করে তোলে পুরো এলাকা। পরবর্তীতে শিক্ষার্থীরা সমবেতভাবে গণসংগীত ‘কারার ঐ লৌহ কপাট’ পরিবেশন করেন।

শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান

একইদিন, বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পশুপালন অনুষদের শিক্ষকদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়- কম্বাইন্ড ডিগ্রির নামে একটি অসম্পূর্ণ ও বৈজ্ঞানিকভাবে অবাঞ্ছিত শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে।

তারা অভিযোগ করেন, ‍‘বিগত ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রভাব এবং যুগ্ম সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিমের নীলনকশা অনুযায়ী ২০১৯ সালের বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইনে পশু ব্যবস্থাপনার ডোমেইন অন্যায্যভাবে অন্তর্ভুক্ত করা হয়। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ নামে তথাকথিত কম্বাইন্ড ডিগ্রি চালু করা হয়, যেখানে ৭০-৭৫ শতাংশ চিকিৎসাবিষয়ক কোর্স থাকায় পশু ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন ব্যাহত হয়।’

এ বক্তব্যে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। তারা বলেন, ‘একটি পেশাদার, ন্যায্য আন্দোলনকে ‘ফ্যাসিবাদী’ বা ‘বিপথগামী’ বলে অভিহিত করা দুঃখজনক ও দায়িত্বহীন।’

শিক্ষার্থীদের বক্তব্য

শিক্ষার্থীরা অভিযোগ করেন, কয়েকদিন ধরে আন্দোলনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তারা বলেন, ‘সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে জোরপূর্বক ভোটগ্রহণ, নবীনদের বাধ্য করে আন্দোলনে যুক্ত করা- এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। উপাচার্যের নির্দেশে গঠিত নিরপেক্ষ কমিটির অধীনে সবার সম্মতিক্রমেই ভোট অনুষ্ঠিত হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘এই আন্দোলন কোনো রাজনৈতিক এজেন্ডা নয়। এটি আমাদের শিক্ষা ও পেশাগত ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত। তাই আমরা দাবি জানাচ্ছি, বিভ্রান্তিকর প্রচার বন্ধ করে দ্রুত কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে আগামী বুধবার জরুরি একাডেমিক কাউন্সিল আহ্বান করতে হবে।’

Link copied!