ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বুয়েট শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০২:০৮ পিএম
শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি সংগৃহীত

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এরপর শিক্ষার্থীরা পিছু হটে সেখান থেকে সরে আসেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছিল।

এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রকৌশল শিক্ষার্থীরা। সেখানকার পুরো এলাকা শিক্ষার্থীদের স্লোগানে মুখর হয়ে ওঠে।

তাদের স্লোগানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- ১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দটি ব্যবহার করতে না দেওয়া। ২. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা। ৩. দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার নিশ্চিত করা।