ডাকসু নির্বাচন ৫ আগস্টের পরপরই হওয়ার কথা থাকলেও প্রায় এক বছর পার হয়ে গেছে তবুও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অবশেষে ৯ সেপ্টেম্বর ডাকসু তারিখ ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু এখনো ডাকসুকে বানচালের ষড়যন্ত্র শেষ হয়নি। আজকে যে ষড়যন্ত্র দেখলাম, শিক্ষার্থীরা তা লাল কার্ড দেখিয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপিপ্রার্থী আব্দুল কাদের।
সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আব্দুল কাদের বলেন, ‘ডাকসু আদায়ের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হবে, হাইকোর্ট থেকে নয়।’
তিনি বলেন, ‘এক ব্যক্তির প্রার্থিতা বাতিলের জন্য রিট করাকে কেন্দ্র করে পুরো ডাকসু বানচালের চেষ্টা চালানো হয়েছে। আমরা যে শঙ্কা করছিলাম তা-ই হতে যাচ্ছিল। ডাকসুতে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করতে নানা ধরনের ম্যাকানিজম উপস্থিত করা হয়েছে।’
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে এই ভিপিপ্রার্থী বলেন, ‘ডাকসু হবে আপনাদের অধিকার। আপনারা ডাকসুর প্রতি উদগ্রীব ও আগ্রহী হন। আপনাদের সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবো।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন