শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকা ও আশপাশে জারি করা ১৪৪ ধারার মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা চলবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত।
সোমবার (১ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ ছিল।
১৪৪ ধারা চলাকালীন সময়ের মধ্যে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন, এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান ও চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এর আগে শনিবার (৩০ আগস্ট) রাতে দেরিতে বাসায় ফেরার কারণে এক ছাত্রীকে তার ভবনের দারোয়ান মারধর করলে এই উত্তেজনার সূচনা হয়। পরবর্তীতে ছাত্ররা প্রতিবাদে রাস্তায় নামলে রাতেই স্থানীয়দের সঙ্গে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এতে অনেক শিক্ষার্থী আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এসব আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই শিক্ষকও রয়েছেন।
এদিকে গতকাল সকালেও শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন স্থানীয়দের ধাওয়ায় অসুস্থ হয়ে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও শাটল ট্রেন নিয়মিত সূচি অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন