বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়ে এ অবরোধ শুরু করেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, ‘বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে তারা রেলপথে অবস্থান নেন, যার ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’
তিনি আরও জানান, ‘রেলপথ অবরোধের কারণে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এবং ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ফাতেমানগর স্টেশনে আটকে আছে।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত রেললাইন খালি করা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন