দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। রাত পোহালেই মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ভোট। প্রচার-প্রচারণা শেষ হলেও হলগুলোতে চলছে আলোচনা। ক্যাম্পাসেও চলছে উৎসবের আমেজ।
শিক্ষার্থীরা বলছেন, ডাকসু নির্বাচনকে ঘিরে ভীষণ উচ্ছ্বসিত তারা। কারণ এ নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি নেতৃত্ব আসবে, যারা শিক্ষার্থীদের দাবি-দাওয়াসহ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও সামাজিক পরিবেশকে আরও প্রাণবন্ত করবেন। আবার কেউ বলছেন, ‘আমরা চাই এই ভোটের মাধ্যমে প্রকৃত ছাত্রনেতারা উঠে আসুক, যারা শিক্ষার্থীদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধান করবেন।’
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, টিএসসি, মধুর ক্যান্টিন ও হলগুলোতে শিক্ষার্থীদের মুখে শুধু ভোট নিয়ে আলোচনা। ভোটে কে এগিয়ে, নির্বাচিত হবে কে তা নিয়ে বিতর্ক। অনেকে আবার ভোট দেবেন কাকে, কখন দিবেন, লাইনে কখন দাঁড়াবেন সব নিয়েই আলোচনা।
এদিকে প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ হলেও বসে নেই সমর্থকরা। তারা নিজেদের সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের একজোট করার চেষ্টা করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনও ব্যস্ত সময় পার করছে। নির্বাচনী কেন্দ্র ও বুথগুলো প্রস্তুত করা হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্যদের টহলও বেড়েছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
এরইমধ্যে ভোটের দিন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে ছাত্রী ভোটার রয়েছে ১৮ হাজার ৯৫৯ জন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031234404.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251031233315.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন