বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:০৯ পিএম

এই বিজয় হিজাবি-নন হিজাবি সবার: তাসনিম জুমা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:০৯ পিএম

ফাতেমা তাসনিম জুমা। ছবি- সংগৃহীত

ফাতেমা তাসনিম জুমা। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা তার বিজয়কে সবার বিজয় হিসেবে অভিহিত করেছেন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) ডাকসুর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হওয়ার পর নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

জুুমা বলেন, এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার।

তিনি আরও বলেন, যে পরীক্ষায় আমরা অবতীর্ণ হই, তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিক খোদা। এই বিজয় কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত বিজয়।

ফাতেমা তাসনিম জুমা এই পদে ১০,৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ করেন।

নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদকসহ মোট ২৮টি পদে ২৩টিতে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। জুমা বলেছেন, এই বিজয় শুধু একটি রাজনৈতিক দল বা প্যানেলের নয়, এটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, নারী এবং হিজাবি-নন হিজাবি শিক্ষার্থীর জন্য সমানভাবে প্রাপ্য।

তিনি স্ট্যাটাসে শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশা রক্ষার জন্য দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। তার মতে, এই বিজয় উদযাপনের বিষয় নয়, বরং এটি শিক্ষার্থীদের আশা ও অধিকার রক্ষার একটি দায়িত্ব হিসেবে গ্রহণ করা হবে।

Link copied!