রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়া ৭ জনের মধ্যে প্রার্থিতা ফেরত পেয়েছেন শিবির প্যানেলের সুজন চন্দসহ ৫ প্রার্থী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন: কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে সাগর আহমেদ মিয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক পদে শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক পদে রিচার্স চাকমা এবং কার্যনির্বাহী সদস্যপদে সুজন চন্দ্র ও সিনেট ছাত্র প্রতিনিধি প্রার্থী ওমর ফারুক সাফীন আজমীর।
নির্বাচন কমিশন জানায়, ফরমে অসঙ্গতি, তথ্যের ভূলসহ বিভিন্ন কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়েছিল। এ বিষয়ে আজ তাদের আপত্তির প্রেক্ষিতে তাদের প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘তাদের মনোনয়নপত্রে কিছুটা ত্রুটি ছিল। আজ আপিল করার পর নির্বাচন কমিশনের বৈঠকে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।’
এর আগে গত ৯ ও ১০ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাকসু ও সিনেট নির্বাচনে ৭ জন এবং বিভিন্ন হল সংসদে অন্তত ৫ জনের মনোনয়নপত্র বাতিল করে প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন।
তপশিল অনুযায়ী, আগামী শনিবার প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। রোববার চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা, যার মধ্য দিয়ে প্রায় তিন যুগ পর নির্বাচনি উত্তাপ ফিরছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন