জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা টানা তৃতীয় দিনের মতো চলছে। ইতোমধ্যে ২১টি হলের মধ্যে ১৫টির ভোট গণনা সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশনের আশা, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার মধ্যেই বাকি ভোট গণনা শেষ হবে।
কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ১৫টি হলের গণনা শেষ হয়েছে। আশা করছি, দুপুর ১টার মধ্যে বাকি হলগুলোর গণনাও শেষ হবে।
এর আগে শুক্রবার রাতে হল সংসদের ভোট গণনা শেষ হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, রাতের মধ্যেই জাকসু ও সব হল সংসদের ভোট গণনা শেষ করে ফল ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানান, রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফল প্রকাশ করা সম্ভব হবে।
এবারের নির্বাচনে ১১ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এর মধ্যে ছাত্রদের ১১টি হলে এবং ছাত্রীদের ১০টি হলে ভোটগ্রহণ হয়। প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।
কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রীদের ১০টি হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না, ৬৭টি পদে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মাত্র ২৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন।
শিক্ষার্থীরা এখন কেন্দ্রীয় সংসদের ফলের জন্য অপেক্ষা করছেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন