শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৮:৩২ এএম

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে উদ্ভাবনী প্রম্পট ইঞ্জিনিয়ারিং কর্মশালা

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৮:৩২ এএম

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে উদ্ভাবনী প্রম্পট ইঞ্জিনিয়ারিং কর্মশালা

চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (EDU প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের BSBA & AI ব্যবসায় প্রশাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত নতুন স্নাতক কর্মসূচির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিশেষ সেশনটি।

শিক্ষা ও কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে AI-কে সঠিকভাবে নির্দেশ দেওয়ার কৌশল একটি গুরুত্বপূর্ণ দক্ষতায় পরিণত হয়েছে। শিক্ষার্থীরা যাতে সেই দক্ষতা আয়ত্ত করতে পারে, সে লক্ষ্যে আয়োজন করা হয় দুই ঘণ্টার এই কর্মশালার।

সেশনে শিক্ষার্থীদের শেখানো হয় কার্যকর প্রম্পট লেখার ভিত্তি, AI এর উত্তরমান উন্নত করার পদ্ধতি এবং ব্যবসায় বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন বাস্তবক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে বিভিন্ন AI টুল ব্যবহার করে তাৎক্ষণিকভাবে প্রম্পট তৈরি ও পরিমার্জনের অভিজ্ঞতাও অর্জন করেন।

বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবসায় শিক্ষাকে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সমন্বিত করে তৈরি BSBA & AI কর্মসূচির অংশ হিসেবেই এই আয়োজন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, প্রোগ্রামটি শিক্ষার্থীদের এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে, যেখানে ব্যবসায় জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা দুটিই হবে সমানভাবে গুরুত্বপূর্ণ।

শিক্ষকরা মনে করছেন, এ ধরনের কর্মশালা কেবল প্রযুক্তিগত প্রশিক্ষণ নয়; এতে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ে। চলতি শিক্ষাবর্ষে আরও কয়েকটি দক্ষতাভিত্তিক সেশন ও ল্যাব নির্ভর কার্যক্রম আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে থাকার লক্ষ্যেই ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি একাডেমিক পাঠক্রমকে বাস্তব প্রয়োগের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করছে বলে জানান আয়োজকরা।

রূপালী বাংলাদেশ

Link copied!