সাম্প্রতিক সময়ে দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের ঘটনায় শাস্তি হিসেবে প্রকাশ্যে ফাঁসির দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রোকেয়া হলের ফটক থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে পুনরায় হলের ফটকে এসে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘একটা-একটা ধর্ষক ধর, ধইরা-ধইরা জবাই কর’, ‘হ্যাং দ্য রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি দিতে হবে-দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন। প্রতিবাদ মিছিল শেষে শিক্ষার্থীরা ধর্ষণের শিকার নারী ও শিশুদের স্মরণে এক মিনিটের জন্য নীরবতা পালন করেন।
ঢাবি রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ফারজানা আক্তার আরজু বলেন, ‘দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে! কিন্তু আমরা খুব কম ক্ষেত্রেই ধর্ষকদের বিচারের আওতায় আসতে দেখি। অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।’
ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাই। শুধু পুরুষ অপরাধীদের নয়, ধর্ষণে সহযোগী নারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা আর কেবল গ্রেপ্তারের নাটক দেখতে চাই না।’
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদিবা সায়মা খান বলেন, ‘আমরা ধর্ষকদের প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা চাই। এটি ধর্ষণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। সরকার যদি এটি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে এটি তাদের দুর্বলতা প্রমাণ করবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ধর্ষণের কথা কল্পনাও না করে।’
শিক্ষার্থীরা আরও বলেন, ধর্ষণ প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন