ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু চারজন আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এবং শহীদুল্লাহ হল ছাত্রদলের সভাপতি মাহবুব আলম শাহীন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নৃত্যকলা, দর্শন, গণিত ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পাওয়া চার শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় অর্থ সহায়তা নিজ হাতে পৌঁছে দিয়েছেন মাহবুব শাহীন।
এই মানবিক উদ্যোগ সম্পর্কে মাহবুব আলম শাহীন বলেন, ‘মানুষ মানুষের জন্য। এই বিশ্বাস থেকে আমরা একে অপরের পাশে দাঁড়াই। আমি বা আপনি একজন-দুজনকে সহায়তা করে হয়তো কারও সাময়িক কষ্ট লাঘব করতে পারি, তবে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। দারিদ্র্য একটি দুষ্টচক্র, যেটা আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান যেই সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন, আমরা তার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি।’
তার এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রশংসা ও কৃতজ্ঞতা সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়জুড়ে এমন মানবিক পদক্ষেপ ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :