নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) যেখানে আনুষ্ঠানিকভাবে রাজনীতি নিষিদ্ধ। সেই ক্যাম্পাসেই আবাসিক শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল আম বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা।
রোববার (৬ জুলাই) ভাষা শহীদ আব্দুস সালাম হল ও আব্দুল মালেক উকিল হলের প্রতিটি রুমে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম পৌঁছে দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।
এ উদ্যোগকে কেন্দ্র করে আবাসিক হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, অনেক শিক্ষার্থী শিবিরের এ কার্যক্রমকে ‘সাধুবাদযোগ্য’ বলে উল্লেখ করেছেন। আব্দুস সালাম হলের আবাসিক শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘শিবিরের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম পেয়ে আমরা আনন্দিত। আশা করি, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’
নোবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুর রহমান বলেন, ‘সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল আম বিতরণ করে আনন্দ ভাগাভাগি করছে ছাত্রশিবির। এরই অংশ হিসেবে আমরা নোবিপ্রবিতেও শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ করেছি।’
সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল হিসেবে আম উপহার দিচ্ছি। প্রতিটি রুমে আম পৌঁছে দিয়ে আমরা শিক্ষার্থীদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি।’
এই কার্যক্রমের মাধ্যমে আবাসিক শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন অনেকেই।
আপনার মতামত লিখুন :