পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রশাসনিক ও একাডেমিক নানা অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নেমেছ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময় ৮ দফা দাবি জানিয়ে কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
রোববার (২০ জুলাই) সকাল ১০টা থেকে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এদিকে সোমবার সকাল পর্যন্ত কর্মসূচী স্থগিত করেন শিক্ষার্থীরা।
দাবিগুলো হচ্ছে: ইয়ারড্রপ-সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিতকরণ, কারিকুলামবিষয়ক তথ্য প্রদান, সময়সীমার মধ্যে ফলাফল প্রকাশ, গ্রেডশিটসহ ফলাফল প্রকাশ, সেমিস্টার সময়সীমা নির্ধারণ, সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু ও বিকল্প ব্যবস্থা গ্রহণ, শিক্ষক সংকট নিরসন ও কাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মনোন্নয়নে প্রশাসনিক স্বচ্ছতা।
পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। যে সকল যৌক্তিক দাবি রয়েছে তা অবশ্যই মেনে নেওয়া হবে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।