ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ আগস্ট

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০২:৩৮ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১১ আগস্ট।

মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (শিক্ষা) কৃষিবিদ ড. ফারুক আহম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৯ আগস্ট সকাল ১১টায়, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে। এরপর ১০ আগস্ট অনুষদভিত্তিক ও হলভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

১১ আগস্ট থেকে নিয়মিত ক্লাস শুরু হবে নবাগত শিক্ষার্থীদের।