ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জুলাই অভ্যুত্থান মামলার আসামিরা প্রার্থী বা ভোটার হিসেবে অংশ নিতে পারবেন না। ভোটের ঠিক আগের দিনও যদি কোন অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদের ভোটে অংশ নিতে দেওয়া হবে না।
শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানিয়েছেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
এদিকে বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ড. জসীম উদ্দিন জানান, আজ পর্যন্ত মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে একজন, এজিএস পদে দুইজন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া আজ মাত্র একজন প্রার্থী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন