ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ২৮টি পদে মোট ৬৫৮ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজারের বেশি। এই হিসাবে প্রতি একশ শিক্ষার্থীর মধ্যে প্রায় ১.৭৮ জন প্রার্থী হতে চান।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আজকে ৯৩টি ফরম সংগ্রহ করেছে। এতে মোট বিক্রি হয়েছে ৬৫৮টি ফরম। তবে হল সংসদে কতটি ফরম বিক্রি হয়েছে তা জানা যায়নি, সোমবার পর্যন্ত মোট ফরম সংগ্রহ ছিল ১২২৬টি।’
সর্বশেষ তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। এরপরই স্পষ্ট হবে কোন পদে, কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট, আর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পরের দিন। ভোট গ্রহণের দিন নির্ধারিত হয়েছে ৯ সেপ্টেম্বর।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেছেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরাই মনোনয়ন সংগ্রহ করেছেন। কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া যায়, তবে তাকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।