ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

রেজিস্ট্রার ভবনে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে দেওয়া হবে: সাদিক কায়েম

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৪:১৪ পিএম
ডাকসু ভিপি প্রার্থী সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি প্রার্থী সাদিক কায়েম রেজিস্ট্রার ভবনে লাল ফিতার দৌরাত্ম্য চিরতরে বন্ধ করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, প্রশাসনিক কর্মকাণ্ড পুরোপুরি ডিজিটালাইজড করা হবে এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা হবে।

শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশ্বাস দেন।

সাদিক কায়েম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সমাধান করা হবে। এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং খাবারের মানোন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, ডাকসুর কাজ নেতা তৈরি করা নয়, এটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য। সাদিক কায়েম উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সমস্যার সমাধানে ব্যর্থ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী এস. এম. ফরহাদ অভিযোগ করেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং ভিপি প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন কনটেন্ট তৈরি করা হচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একপাক্ষিক আচরণ করছে এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সাদিক কায়েম জানান, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ইশতেহার শীঘ্রই প্রকাশিত হবে এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় তারা সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন।