ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৩:১২ এএম
রাজধানীতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেওয়াসহ ৩ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ-মিছিল করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ সময় আগামী তিন দিন সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

কর্মসূচির প্রথম ধাপে রোববার (২৪ আগস্ট) থেকে মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবেন তারা।

এর আগে শনিবার (২৩ আগস্ট) রাত ১১টা থেকে শিক্ষার্থীরা বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ-মিছিল বের করেন। বকশিবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা অতিক্রম করে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত যায়। পরে শাহবাগে গিয়ে শেষ হয়।

সেখানে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি করেন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার পদে চাকরি মেনে নেবেন না তারা। দশম গ্রেডে ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমাদের কোটা বাতিলের দাবিও ওঠে সেখানে। এ সময় বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ যাতে ইঞ্জিনিয়ার পদ ব্যবহার করতে না পারেন সেই দাবিও করেন তারা।