আসন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনসংক্রান্ত বিভিন্ন গুজব ও সংবাদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে যে, সরকারের পক্ষ থেকে তাদের নির্বাচনে কোনো দায়িত্ব দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এমন কোনো ভূমিকা পালনের সম্ভাবনা নেই।
সেনাবাহিনী মনে করিয়ে দেয় যে, বিশ্ববিদ্যালয় নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যমান আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে নির্বাচন সম্পন্ন হবে।
সব অংশগ্রহণকারীকে সেনাবাহিনী শুভকামনা জানিয়েছে এবং নির্বাচনের সাফল্য কামনা করছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন