সত্য, সততা ও নির্ভিকতার মূলমন্ত্রকে ধারণ করে ২০১৮ সালের পহেলা সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)। ক্যাম্পাসের উন্নয়ন, অর্জন, অনিয়ম, দুর্নীতি ও অপকর্ম- তুলে ধরার এই যাত্রার আজ সাত বছর পূর্ণ হলো। ক্যাম্পাস সাংবাদিকতার নিরলস পথচলার অষ্টম বর্ষে পদার্পণ করেছে যবিপ্রবিসাস।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রভাতেই নতুন গল্প জন্ম নেয়। কোথাও নতুন কোনো অর্জনের উচ্ছ্বাস, কোথাও আবার অনিয়ম বা অসঙ্গতির অন্ধকার ছায়া। সেই গল্পগুলোকে শিক্ষার্থীদের চোখ, বিশ্ববিদ্যালয়ের ভেতরের কণ্ঠস্বর হয়ে যারা তুলে ধরেন, তারাই ক্যাম্পাস সাংবাদিক।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এই সাংবাদিকতার অগ্রদূত হিসেবে আত্মপ্রকাশ করে যবিপ্রবিসাস। ২০১৮ সালের ১ সেপ্টেম্বর একঝাঁক তরুণ, মেধাবী ও উদ্যমী শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করে সংগঠনটি।
যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই যবিপ্রবিসাস শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং শিক্ষার্থীদের স্বপ্ন, তাদের অর্জন, তাদের সংকট ও সম্ভাবনা সবকিছুর নির্ভরযোগ্য কণ্ঠ হয়ে উঠেছে এ সংগঠন।
এই দীর্ঘ যাত্রায় যবিপ্রবিসাস যেমন বিশ্ববিদ্যালয়ের সাফল্যগুলোকে আলোয় এনেছে, তেমনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে নির্ভীকভাবে। কখনো প্রতিবাদী কলম, কখনো উদযাপনের কলম- দুইয়ের মিশ্রণে বিশ্ববিদ্যালয় সাংবাদিকতায় এক আস্থার নাম যবিপ্রবিসাস।
আগামীর দিনগুলোতেও এই কলম থাকবে নির্ভীক, সত্যের প্রতি থাকবে অটল, আর যবিপ্রবিসাসের সততার আলোয় আলোকিত হবে যবিপ্রবির আগামী প্রজন্ম বলে প্রত্যাশা সাংবাদিক সমিতির সদস্যদের।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন