ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন ঘিরে অনলাইনে বিষবাষ্প ছড়ানো হচ্ছে: ছাত্রদল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:০৬ পিএম
সাংবাদিকদের ব্রিফিংয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আবির-হামীম-মায়েদ পরিষদ। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল অনলাইনে ঘৃণার বিষবাষ্প ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আবির-হামীম-মায়েদ পরিষদ।

শনিবার (৬ আগস্ট) বিকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ অভিযোগ করেছে ছাত্রদল নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন ভুয়া আইডি থেকে সন্মানিত রাজনৈতিক ব্যক্তিত্বকে সাইবার আক্রমণ করা হচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত  হচ্ছে। এই গ্রুপগুলো নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় রাখতে হবে। কারণ, এগুলোর মাধ্যমে থেকে ঘৃণার বিষবাষ্প ছড়ানো হচ্ছে।’

ডাক্সু নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, ‘আমরা বিশ্বাস করি ডাকসুতে শিক্ষার্থীরা সঠিক প্রার্থী বেছে নেবে। অনেকে মাঠে না পেরে আমাদের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার করছে। নির্বাচন কমিশন চেষ্টা করেও তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি।’

তিনি বলেন, আমরা চাই সুন্দর পরিবেশে কোনও ধরনের সমস্যা ছাড়াই ডাকসু নির্বাচন হোক।