ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু বলেন, ‘ডাকসুর ফলাফল যেরকমই হোক, রাজপথ আমাদের পক্ষেই থাকবে। হাসিনার আমলে রাজপথ আমাদের দখলে ছিল, ইউনূসের সময়েও তা-ই। এই রাজপথ আমাদের রক্তে রঞ্জিত এবং ভবিষ্যতেও আমাদের দখলেই থাকবে।’
রোববার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই জিতেছি। কেননা, দেশে একের পর এক মাজার ভাঙা হচ্ছে, মৃত মানুষের লাশ কবর থেকে তুলে পোড়ানো হচ্ছে, একের পর এক মব আক্রমণ এবং মোরাল পুলিশিং চলছে। সেই অবস্থায় আমাদের উপস্থিতি অনেক কিছু পরিবর্তন করেছে। আমাদের কারণে বাধ্য হয়েছেন সংশ্লিষ্টরা বলতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো রাত বারোটার পরও মেয়েদের জন্য খোলা রাখতে হবে এবং ক্যাম্পাসে ধর্ম কেন্দ্রিক বিভাজন চলবে না।’
মেঘমল্লার বসু জানান, ‘বর্তমানে অনেক রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক মিডিয়া যুক্ত হয়ে প্রচারণা চালাচ্ছে, কিন্তু আমাদের লড়াই শুধুই নৈতিক। সেই লড়াইয়ের ফলাফল কী হবে তা তারিখে নির্ভর করে না। তবে আমাদের বিশ্বাস, ৯ তারিখে আমরা বিজয়ী হব। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের অধিকার এবং স্বাধীনতার স্বরূপ সংরক্ষণ করা।’
তিনি আরও জোর দিয়ে বলেন, ‘রাজপথ কেবল নির্বাচনের মাঠ নয়, এটি আমাদের সামাজিক এবং নৈতিক সংগ্রামের প্রতীক। তাই ডাকসুর যেকোনো ফলাফলের পরও আমরা এই রাজপথে দাঁড়িয়ে থাকব। আমাদের আন্দোলন শুধু ভোট জেতার জন্য নয়, বরং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য।’