ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।এদিকে, ডাকসু নিয়ে আবেগঘন আবেদন জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। অন্যদিকে, ভোটগ্রহণ শুরুর প্রথম থেকেই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইসলামী ছাত্রশিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম লিখেছেন, ‘জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে বলছি, আমাদের ছেড়ে যাবেন না যেভাবে ছেড়ে যাইনি ৫ আগস্টে। চ্যালেঞ্জিং মুহূর্তে পাশে থাকার আহ্বান তার। প্রিয় বাংলাদেশ! আমাদের দোয়াতে রাখুন।’
এদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রথম থেকেই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইসলামী ছাত্রশিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। ভোটের পরিবেশে নাখোশ তিনি।
তিনি অভিযোগ করেছেন, ১০০ গজের ভেতরে লিফলেট বিতরণে নিষেধাজ্ঞা থাকলেও অনেক প্রার্থী আচরণবিধি না মেনে তা বিতরণ করছেন।