ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

লুঙ্গি পরে জাবি শিক্ষার্থীর ভোট, ভিডিও ভাইরাল

জাবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৩:১৭ পিএম
জাকসু নির্বাচনে লুঙ্গি পড়ে ভোট দেন এক শিক্ষার্থী। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয় এই ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলকেই ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ভোট দিতে শিক্ষার্থীরা নানা রকম পোশাকে কেন্দ্রে হাজির হচ্ছেন। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে এক শিক্ষার্থী লুঙ্গি পরে ভোট দিতে আসায় তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। 

ওই শিক্ষার্থীর লুঙ্গি, টি-শার্ট ও স্যান্ডেল পরিহিত অবস্থায় ভোট দেওয়ার মুহূর্তটি ভিডিওতে ধারণ হয়ে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, তিনি নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ করে ভোট দেন এবং এরপর কেন্দ্র ত্যাগ করেন। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি এবং তার পরিচয়ও প্রকাশ হয়নি।

সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবার মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ২১টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে ২২৪টি ভোট বুথ।

মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, ছাত্রদল, শিবির ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত আটটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

ভোট পরিচালনার জন্য নিয়োজিত রয়েছেন ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং ৬৭ জন কর্মকর্তা সহায়ক পোলিং অফিসার হিসেবে। ভোটগ্রহণ শেষে সিনেট হলে গণনা করা হবে।