ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

অসুস্থ হয়ে মারা যাওয়া জাবির সেই শিক্ষিকার জানাজা সম্পন্ন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০২:৫৬ পিএম
জান্নাতুল ফেরদৌস। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা যাওয়া চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালেই তিনি প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন শেষে ভোট গণনার জন্য সিনেট ভবনে আসেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।