ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদল নেতা ফারদিন আহমেদ নাফিমের বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদল নেতা ফারদিন আহমেদ নাফিমের বিরুদ্ধে আনা অভিযোগের সঠিক তদন্তে একটি ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে লিখিত প্রতিবেদন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বরাবর জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হুরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এই নির্দেশনা দেন। গঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হলেন, সহ-সভাপতি কাজী শাহ নিয়াজ রাহাদ, সভাপতি সৌমিক আহমেদ অরণ্য এবং সাধারণ সম্পাদক এহসানুল হক ফেরদৌস।
এই প্রসঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য বলেন, ছাত্রদল সর্বদা সকল প্রকার অনৈতিক ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ন্যায়ের প্রতিষ্ঠায় সক্রিয় রয়েছে। বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের নাম ক্ষুণ্ন হয় এমন কোনো পরিস্থিতিতে আমরা সর্বদা ন্যায়ের পক্ষে এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকবো।
তিনি আরও বলেন, ‘অভিযুক্ত যেই হোক না কেন, আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দোষীদের সাংগঠনিক ও আইনগত ব্যবস্থার আওতায় আনতে সর্বোচ্চ ভূমিকা রাখবো। ছাত্রদল অতীতে কোনো অপকর্মকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও ছাত্র রাজনীতির পরিচ্ছন্ন দৃষ্টান্ত স্থাপন করবে।’