চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে নিজের মূল্যবান ভোট দিতে হিড়িক পড়েছে শিক্ষার্থীদের। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। দেখাতে হচ্ছে নিজের পরিচয়পত্র।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টার আগেই ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ভোটাররা। ৯টা বাজতেই পরিচয়পত্র দেখে কেন্দ্রে প্রবেশ করানো শুরু করে দায়িত্বরত কর্মকর্তারা। এক্ষেত্রে শিক্ষার্থীদের রাখতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র।
কক্ষে প্রবেশের পর শিক্ষার্থীর ভোটার আইডি ছবিযুক্ত ভোটার তালিকার সাথে মিলিয়ে দেখছেন দায়িত্বরতরা। এদিকে অনুষদের বাইরেও আছে কড়া নিরাপত্তা। টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি সতর্ক অবস্থানে আছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী, বিএনসিসি ও রোভার স্কাউট।
সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১ হাজার ৭০০ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন। শিক্ষার্থীদের পাশাপাশি পরিচয়পত্র ও বিশ্ববিদ্যালয় প্রদত্ত কার্ড ব্যবহার করতে হচ্ছে সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদেরও। শিক্ষার্থীদের শহর থেকে ক্যাম্পাসে আনা-নেওয়ার জন্য দেওয়া হয়েছে ১৫টি বাস ও বাড়ানো হয়েছে শাটলের ২টি ট্রিপ।
চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬। তাদের মধ্যে ১১ হাজার ৩২৯ জন ছাত্রী। ভিপি-জিএসসহ কেন্দ্রীয় সংসদে পদ ২৬টি। ১৫ হল ও হোস্টেল সংসদে পদসংখ্যা ১৪টি করে। যার বিপরীতে প্রার্থী ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ৪১৫ জন। ৫টি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৬০টি কক্ষে।
ক্যাম্পাসের আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও বাণিজ্য (বিবিএ) অনুষদ ভবনে ভোটগ্রহণ চলছে। এ ছাড়া চাকসু ভবনের দ্বিতীয় তলায় দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য আলাদা ভোটকেন্দ্র রয়েছে। পাঁচটি ভবনের ৬০টি কক্ষে প্রায় ৭০০টি বুথ রয়েছে।