ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

১২ বেসামরিক আফগানকে হত্যার দাবি পাকিস্তানের বিরুদ্ধে 

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৩:২০ পিএম
আফগান-পাকিস্তান সংঘাতে বাড়ছে মৃত্যু। ছবি- আলজাজিরা

আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) শুরু হওয়া এই সংঘর্ষে আফগানিস্তানে ১২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান।

আফগান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে বলেছেন, বুধবার ভোরে পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করলে ১২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হন। তিনি আরও বলেন, তারা বিপুলসংখ্যক পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে। তাদের পোস্ট এবং কেন্দ্র দখল করার পাশাপাশি তাদের অস্ত্র ও ট্যাঙ্ক দখল করেছে। বেশির ভাগ সামরিক স্থাপনাও ধ্বংস করার দাবি করে।

এদিকে, পাকিস্তানি কর্মকর্তারা সংঘর্ষের জন্য তালেবানকে দায়ী করেছেন এবং বলেছেন সীমান্তের ওপারে তাদের চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

পাকিস্তানের চামান জেলার আঞ্চলিক প্রশাসক হাবিব উল্লাহ বাঙ্গুলজাই রয়টার্সকে বলেন, তালেবান বাহিনী চামান (জেলা) এর কাছে পাকিস্তানি পোস্টে আক্রমণ চালিয়েছে। তিনি বলেন, দিনের প্রথম প্রহরে প্রায় পাঁচ ঘণ্টা ধরে লড়াই চলে এবং পাকিস্তানি বাহিনী আক্রমণটি আফগানিস্তানের আক্রমণ প্রতিহত করে।