ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করেছে সংসদ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০১৯ সালে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেয়া হয়েছিল। বিষয়টি ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অবৈধ। আজকের সাধারণ সভায় সেই প্রস্তাব বাতিল করা হয়েছে।
সন্ধ্যা ৬টায় ডাকসু ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় ভিপি, জিএস, এজিএসসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন