বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১০:৩২ এএম

ব্রাকসুর তপশিল প্রত্যাখ্যান করলেন শিক্ষার্থীরা, দিলেন অবস্থান কর্মসূচি

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১০:৩২ এএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: রূপালী বাংলাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: রূপালী বাংলাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের ঘোষিত তপশিল প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামান তপশিল ঘোষণা করেন।

এর আগে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তপশিল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ সিদ্ধান্তকে স্বাগত জানালেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী তীব্র সমালোচনা ও অনাস্থা প্রকাশ করেছেন।

দিনভর অবস্থান কর্মসূচিতে থাকা বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দায়সারা এই নির্বাচনী তফসিলকে প্রত্যাখ্যান করছি। এটি ব্রাকসু নির্বাচনকে বানচাল ও দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের নামান্তর।’

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, ‘এই তফসিল অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করার মতো নয়। জাতীয় নির্বাচনের সময়সূচির সঙ্গে এটি সাংঘর্ষিকও।’

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক জানান, ‘নির্বাচন কমিশন কেবল নামমাত্র একটি তারিখ দিয়েছে। এ সময়ে নির্বাচন আয়োজন করা বাস্তবসম্মত নয়। শীতকালীন ছুটির আগে বিষয়টি পুনর্বিবেচনা না করলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

অন্যদিকে, তফসিলকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ইয়ামিন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ২৯ ডিসেম্বর আমরা ব্রাকসুর এক ঐতিহাসিক প্রেক্ষাপটের মুখোমুখি হতে যাচ্ছি। পরিবর্তন ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ার পথে এটি একটি ইতিবাচক সুযোগ।’

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিফাত মন্তব্য করেন, ‘যদিও কিছুটা তড়িঘড়ি করে তারিখ ঘোষণা করা হয়েছে, তারপরও পরিবর্তনের ধারাকে সামনে নিতে এটি একটি সম্ভাবনাময় সুযোগ।’

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহজামান বলেন, ‘শীতকালীন ছুটির বিষয়টি আমরা ভিসি স্যারকে জানিয়েছি। যতটুকু সময় প্রয়োজন ছিল, তা নেওয়া হয়েছে। আমাদের সময়সূচি আর সংক্ষিপ্ত করা সম্ভব নয়।’

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!