বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় ৫৮ হাজার প্রার্থী আবেদন করেছেন। ফলে এ গণবিজ্ঞপ্তির আবেদন থেকেই ৫ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা আয় হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে এনটিআরসিএর একটি সূত্র।
সূত্র জানায়, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজার ৮৪০ জন আবেদন করেছেন। আবেদনকৃতদের সবাই ফি পরিশোধ করেছেন। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন ফি বাবদ একজন প্রার্থীকে টেলিটকের মাধ্যমে এক হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। সে হিসেবে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ফি থেকে পাঁচ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা আয় হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ‘আবেদন ফি থেকে আমাদের কোনো আয় নেই। এগুলো সরকারি কোষাগারে জমা হয়। যে টাকা জমা হয়েছে, সেখান থেকে টেলিটককে একটি অংশ দিতে হয়।’
উল্লেখ্য, গত ২২ জুন থেকে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়েছিল। যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে ৫৮ হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—স্কুল ও কলেজে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা।
আপনার মতামত লিখুন :