ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নারী ও পোষ্য বাতিল করে প্রাথমিকে ২০ শতাংশ ‘বিশেষ কোটা’

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৬:২৪ পিএম
প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছেন এক শিক্ষিকা। ছবি- সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নারী ও পোষ্য কোটা বাতিল করে বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০ শতাংশ বিশেষ কোটা যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৮ আগস্ট)  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন বিধিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ উপজেলা ও ক্ষেত্রবিশেষে থানাভিত্তিকভাবে করা হবে। এর মধ্যে ৯৩ শতাংশ পদ মেধার ভিত্তিতে এবং ৭ শতাংশ পদ কোটা থেকে পূরণ হবে। মেধাভিত্তিক নিয়োগের মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞানে স্নাতকধারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

এতে বলা হয়েছে, অন্য কোনো বিধি বা সরকারি সিদ্ধান্তে যা-ই থাকুক না কেন, নতুন বিধিমালা অনুযায়ী বিজ্ঞানে স্নাতক প্রার্থীদের জন্য বিশেষ সংরক্ষণ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধিমালা অবিলম্বে কার্যকর হবে। এতে ২০১৯ খ্রিষ্টাব্দের বিধিমালা বাতিল হিসেবে গণ্য হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, কোটা বাতিল করে বিজ্ঞানে স্নাতকদের জন্য আলাদা সংরক্ষণ রাখার মূল উদ্দেশ্য হলো প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলা। চলতি মাসেই সহকারী শিক্ষকের সাড়ে ১৩ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নতুন বিধিমালার নিয়মই সে নিয়োগে কার্যকর হবে।

শিক্ষাবিদরা মনে করছেন, এ পদক্ষেপ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, ২০১৯ সালে বিধিমালায় মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও নারী–পুরুষ কোটা চালু ছিল। সেখানে নারীদের জন্য ৬০শতাংশ , পুরুষদের জন্য ২০শতাংশ এবং পোষ্যদের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারিত ছিল। তবে নতুন বিধিমালায় এসব কোটা বাতিল করা হয়েছে।