বাংলাদেশের তরুণ প্রজন্মের লেখনীচর্চার মশালবাহী সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই স্লোগান ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই সৃজনশীল লেখকদের জন্য একটি বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় ২০২৫-২৬ কার্যবর্ষের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. সজিব প্রধান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।
এর আগে গত ২২ অক্টোবর আংশিক কমিটি ঘোষণা করা হয়, যেখানে সভাপতি হিসেবে মনোনীত হন ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী মোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সামিন ইয়াসার।
নতুন ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন: সহসভাপতি তারেক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিয়াদ নওশাদ ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক কুশ কুমার কুশাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রনি চৌধুরী, অর্থ সম্পাদক ইমরান হাসান, দপ্তর সম্পাদক শহিদ মুনতাসীর, উপ-দপ্তর সম্পাদক নুর নাহার মিম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সূর্য মণ্ডল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক নাদিম, প্রচার সম্পাদক সৈয়দ মুহাম্মদ আজম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসান।
এ ছাড়াও সম্পাদকীয় পর্ষদ সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আতিকুর রহমান বাবু, মো. গোলাম রাব্বি, কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত নিয়ামুর রশিদ শিহাব এবং বিপ্লব মণ্ডল।
২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তরুণদের মধ্যে গবেষণামূলক, প্রবন্ধভিত্তিক ও সমালোচনামূলক লেখনীর চর্চা প্রসারে ভূমিকা রেখে আসছে। ২০২২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা, যা শুরু থেকেই মেধাবী লেখকদের নিয়ে বুদ্ধিবৃত্তিক জাগরণ সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের কণ্ঠকে আরও দৃঢ় ভূমিকা রাখতে সহায়তা করবে এই ফোরাম।’ তাদের বিশ্বাস, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একদিন সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা ও মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে একটি জাতীয় মানদণ্ড হয়ে উঠবে; ৫৬ হাজার বর্গমাইলজুড়ে আলোকিত প্রজন্ম তৈরির পথ দেখাবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন