শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:২১ পিএম

নিভৃতে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে ‘বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট’

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:২১ পিএম

ছবি বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

ছবি বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

প্রবাদ রয়েছে- শিক্ষা হলো মস্তিষ্কের আলো, আর অজ্ঞতা হলো অন্ধকার। যে জাতি যত বেশি শিক্ষার সুযোগ সৃষ্টি করে দেয়, সেই জাতির ভবিষ্যত ততো বেশি উজ্জ্বল। শিক্ষা মানুষের মানুষের অন্তর্নিহিত এমন এক শক্তি যা মানুষকে নিজের ভাগ্য নিজে গড়ার ক্ষমতা দেয়। কিন্তু কোন জাতিকে সুশিক্ষিত করতে সে দেশের জণগণ, সরকার ও রাষ্ট্রকে শিক্ষার আলো ছড়ানোর জন্য যেমন ধর্ম-বর্ণ নির্বিশেষে অবিরত সুযোগ সুবিধার যোগান দিতে হয়, তেমনি রাষ্ট্রের মহান ও সুশীলজনদের ব্যক্তিস্বার্থ ত্যাগ করে এগিয়ে আসতে হয় নির্দ্বিধায়। বাংলাদেশ একটি নিন্মমধ্যম আয়ের দেশ হওয়ায় এখানেও এর ব্যতিক্রম ঘটেনি। এখানে আধুনিক শিক্ষার প্রসার ও সকলের জন্য মানসম্মত শিক্ষা বাস্তবায়নে যেমন সরকার কাজ করছে, তারসাথে সমতালে যে সকল বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে  তারমধ্যে অন্যতম বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট। দীর্ঘ ২৫ বছর যাবত নিঃস্বার্থ ভাবে শিক্ষার্থীদের কল্যাণে এবং শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট বিশ্বাস করে - 'যে শেখে, সে-ই এগোয়; যে শেখা বন্ধ করে, তার অগ্রগতি থেমে যায়।' এই প্রতিপাদ্যকে ধারন করে এই ট্রাস্টের লক্ষ্য  শুধু শিক্ষার প্রসারই নয়, একইসাথে একটি সুশিক্ষায় শিক্ষিত দক্ষ ও নৈতিকতার আলোয় আলোকিত সমাজ গঠন। এরই পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৫ আগস্টের থেকে বর্তমান বাংলাদেশে প্রচলিত শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনকল্পে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট বিভিন্ন সময়ে শিক্ষা বিষয়ক সংলাপ, সভা, সেমিনার ও গোলটেবিল বৈঠকের আয়োজন করে যাচ্ছে।

উদাহরণস্বরুপ বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট ও দৈনিক ইত্তেফাক এর যৌথ উদ্যোগে 'শিক্ষায় কেমন বাজেট চাই' শীর্ষক গোলটেবিল বৈঠক; ২৩ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি ২০২৫ এর কীর্তি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানসহ আরও নানামুখী ছাত্রকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে এই প্রতিষ্ঠানটি।

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, আর্থিক সহায়তা, মেধাবৃত্তি, প্রশিক্ষণ ও শিক্ষাসামগ্রী বিতরণ থেকে শুরু করে দক্ষতা উন্নয়ন পর্যন্ত—প্রত্যেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানটির রয়েছে অনবদ্য দৃষ্টান্ত। তাছাড়া ২০১০ সাল থেকে বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষার পাশাপাশি মাধ্যমিক স্তরেও বিনামূল্যে পাঠ্য বই বিতরণের যে উদ্যোগ গ্রহণ করছে, এ প্রস্তাবটিও ছিল বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট বশ্বাস করে সত্যিকারের শিক্ষা মানুষকে নিজেকে চিনতে ও  জানতে শেখায়। কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকায় হতদরিদ্র পরিবারের শিশুরা বরাবরই এই সুবিধা থেকে বঞ্চিত। ট্রাস্টকে ভাবিয়ে তোলে সমাজের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই সকল সুবিধাবঞ্চিত শিশুর যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় তাই প্রতিষ্ঠানটি কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় রাজধানীর পল্লবীস্থ 'ট্রাস্ট মডেল একাডেমি'। যেখানে শিক্ষাকে কেন্দ্র করে চলছে বিভিন্ন নামিদামি স্কুলে রমরমা ব্যবসা, সেখানে এই বিদ্যালয়ে ১ম-৯ম শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চলছে ভর্তি ও আনুসঙ্গিক কার্যক্রম।

প্রাতিষ্ঠানিক পরীক্ষা শুধু নম্বর যাচাই করে, কিন্তু শিক্ষা মানুষ গড়ে- এটি আজ প্রমাণিত। কঠোর পরিশ্রমে প্রতিভা জন্মায়, আর অধ্যবসায়ে সেই প্রতিভা মহৎ হয়ে ওঠে। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট জানে শিক্ষা শুধু বইয়ের ভেতর নয়, জীবনের প্রতিটি অভিজ্ঞতাতেই থাকে। সফল শিক্ষার্থী তো সেই, যে ব্যর্থতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করে। একজন সফল শিক্ষার্থী গড়তে যেমন তার প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার, তেমনি দরকার নৈতিক শিক্ষা। সুশিক্ষিত ও সুশীল জাতি গঠনে নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যকে সামনে রেখে একটি সুশীল জাতি গঠনের উদ্দেশ্যে নৈতিক শিক্ষার প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে ছাত্রকল্যাণ ট্রাস্টের একটি প্রকল্প ‘Moral Education Development Programme’। ‘আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের যৌথ উদ্যোগে মাসব্যাপী শুরু হয়েছে 'ফরিদগঞ্জ ফুটবল টুর্নামেন্ট'।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। এই প্রকল্পের আওতায় ৯ এপ্রিল ২০২৫ তারিখ ঢাকার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে একটি বিশাল আলোচনা অনুষ্ঠানে র আয়োজন করা হয়। এই আলোচনায় প্রফেসর ডঃ বিধান চন্দ্র রায় পোদ্দার (উপদেষ্টা,  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) ও আবু তাহের মো. মাসুদ রানা (সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) তাদের মতামত প্রকাশ করেন।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদারের মতে আধুনিক যুগে শুধু একাডেমিক শিক্ষা নয়, প্রয়োজন দক্ষতা উন্নয়ন। তাই ট্রাস্টটি তার পরিচালনায় পরচালনা করছে নানা প্রশিক্ষণ কর্মসূচি—যুবসমাজকে করে তুলছে কর্মক্ষম ও আত্মনির্ভর। কিন্তু এখনও দেশে অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগের অভাবে পিছিয়ে পড়ছে, যা তাকে বরাবরই চিন্তিত করেছে। সেই সকল শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা বিস্তারে অনবরত কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে। ট্রাস্টের সহায়তায় অনেক শিক্ষার্থী আজ উচ্চশিক্ষা অর্জন করে ব্যক্তিজীবন এবং কর্মজীবনে প্রতিষ্ঠিত হচ্ছে। শিক্ষা উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নেও কাজ করছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে সহায়তার আওতায় আনা এবং দেশের প্রতিটি জেলায় শিক্ষাসহায়তা কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

রূপালী বাংলাদেশ

Link copied!