হাজার কোটি কালো টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শহরে শুরু হয় একের পর এক খুন। পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খুন হন প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত কার কাছে বিশাল অংকের টাকা থেকে যাবে সে রহস্য নিয়েই এ সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি নির্মাণ করতে যাচ্ছেন থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’।
এই ওয়েব সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওটিটির দুনিয়ায় নাম লেখাতে চলেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক রুবেল। সিরিজটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন চিত্রনায়িকা পূজা চেরি।
নির্মাতা হিসেবে ঢাকাই ইন্ডাস্ট্রিতে এই সময়ের পরীক্ষিত নাম রায়হান রাফি। সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম নির্মাণেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। তবে প্রথমবার নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব সিরিজ। এর আগে তিনি ‘ফ্রাইডে’, ‘৭ নম্বর ফ্লোর’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘জানোয়ার’র মতো ওয়েব ফিল্ম নির্মাণ করে প্রশংসা কুড়ান।
নিজের প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন, ‘সিরিজটিতে একই সাথে ড্রামা, অ্যাকশন ও কমেডি থাকবে, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করছি। আশা করছি, সিরিজটির প্রতিটি পর্ব শেষ পর্যন্ত দর্শকদের আগ্রহ ধরে রাখবে।’
প্রথমবার ওটিটির কাজে যুক্ত হয়ে আশাবাদ ব্যক্ত করে চিত্রনায়ক রুবেল বলেন, ‘প্রথমবার কোনো ওয়েব সিরিজে কাজ করছি। এখানে কিছুদিন থাকতে চাই। আশা করি, এখানে সুনামের সঙ্গে কাজ করতে পারব। অনেক হিট সিনেমা যেমন দিয়েছি, এখানেও সেটা দিতে পারব। রাফি এই সময়ের সবচেয়ে আলোচিত পরিচালক। আশা করছি, দারুণ একটা কিছু নির্মাণ করবেন। ভালো ভালো কিছু কাজ উপহার দিয়ে থাকতে চাই।’
ঢালিউডের যে কজন পরিচালকের নামের ওজন অন্যদের চেয়ে বেশি তাদের মধ্যে অন্যতম শহীদুল ইসলাম খোকন। ক্যারিয়ারে ৪০টি সিনেমা নির্মাণ করেছেন। অধিকাংশই হলে লাইন ধরে দেখেছেন দর্শক। তার মাধ্যমেই দর্শক চিনেছেন জনপ্রিয় নায়ক রুবেলকে। শহীদুল ইসলামের অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন রুবেল। ফলে খুব কাছে থেকে গুণী এ নির্মাতাকে দেখেছেন। খোকন মারা গেছেন। কেটে গেছে লম্বা সময়। এসেছেন অনেক নির্মাতা। কিন্তু শহীদুল ইসলাম খোকনের সঙ্গে তুলনা করার মতো কাউকে পাননি রুবেল। এবার পেলেন। জনপ্রিয় পরিচালক রায়হান রাফির মাঝে শহীদুল ইসলাম খোকনের গুণাবলী পাচ্ছেন তিনি।
তার কথায়, ‘আপনারা সকলেই জানেন আমি শহীদুল ইসলাম খোকনের টানা ২৭টি সিনেমা করেছি। সব সময় বলে এসেছি শহীদুল ইসলাম খোকনের মতো পরিচালক আর পাব না। কিন্তু দীর্ঘদিন পর মনে হচ্ছে রায়হান রাফির মধ্যে সে ধরনের গুণাবলী আছে। শহীদুল ইসলাম খোকন বলতে আমার আলাদা এক অনুভূতি কাজ করে। কারণ তিনি আলাদা একটি বিষয়। রাফিকে দেখে মনে হয়েছে আমরা শহীদুল ইসলাম খোকনের মতোই একজনকে পেতে যাচ্ছি যিনি কিনা আরও ভালো কিছু করবেন বলে প্রত্যাশা আমার।’
এসময় রাফির সঙ্গে কাজ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘রাফির সিনেমার ক্লিপ দেখেছি। আমার ভালো লেগেছে। তখন থেকে প্রত্যাশা ছিল তার সঙ্গে কাজের সুযোগ এলে করব। আমি কৃতজ্ঞ রাফি ও প্রযোজকের কাছে এরকম একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে। আশা করছি, দর্শক ভালো কিছু পেতে যাচ্ছেন।’
জনপ্রিয় পরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু বলেন, ‘এ ওয়েব সিরিজে আমার অভিনীত চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। আশা করি, দর্শকরা কাজটি পছন্দ করবেন।’
চিত্রনায়িকা পূজা চেরি বলেন, ‘দীর্ঘদিন পর পরিচালক রাফি ভাইয়ের কাজের মাধ্যমে ফিরছি। একটু ভয় পাচ্ছি কী হয়! তার পরিচালিত হিট সিনেমা ‘পোড়ামন-২’ এ অভিনয় করেছি। এবার তার পরিচালিত কোনো ওয়েব সিরিজে প্রথম অভিনয় করব। সেই কারণে এই ভয়টা পাচ্ছি। চিত্রনায়ক রুবেল ভাইসহ অনেকের সঙ্গে প্রথম অভিনয় করব। আশা করছি, এটি দর্শকদের কাছে প্রশংসিত হবে।’
যোগ করে এই নায়িকা আরও বলেন, ‘আমি ও রাফি ভাই একসঙ্গে পথচলা শুরু করেছিলাম। তাই তাকে নিয়ে নতুন কিছু বলার নেই। তাকে নিয়ে বললে ইমোশনাল হয়ে যাব। কারণ, আমরা একসঙ্গে ‘পোরামন-২’ দিয়ে শুরু করে ‘দহন’ করেছি। মাঝে বিরতি। এখন ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি। আশা করছি, ভালো কিছু হবে। রাফি-পূজা জুটি অনেকদিন ধরেই দর্শকরা চেয়েছিল। অনেক বছর পর একসঙ্গে কাজ করছি। আমাদের শুরুটা যখন তখন একেবারে নতুন ছিলাম। এখানকার তুফানি রায়হান রাফির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হবে বুঝতে পারছি না। ভালো করার চেষ্টা করব। চরিত্র নিয়ে এখনই কিছু বলা যাবে না। তবে চমক থাকছে।’
এই ওয়েব সিরিজের মাধ্যমে পরিচালক ও টিমের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেল। তিনি বলেন, ‘নতুন যখন কেনো কাজ করি সেখান থেকে শেখার চেষ্টা করি। এখানেও শেখার আছে। পরিচালকের সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি। পূর্বের কাজগুলোর চেয়ে আরও বেশি ভালো করার চেষ্টা করব। সবাই কাজটির সঙ্গে থাকবেন।’
‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন সালাউদ্দিন লাভলু, ডা. এজাজ, কচি খন্দকার, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, শিবা শানু, মুকিত জাকারিয়া, মীর নওফেল জিসান, পাভেল প্রমুখ। আজ থেকে ছয় পর্বের এই ওয়েব সিরিজের শুটিং শুরু। অ্যাকশন ও থ্রিলারধর্মী দুর্দান্ত ওয়েব সিরিজটি চলতি বছরই বঙ্গ অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পারবেন দর্শক।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20251031233315.webp) 
        
        
        
        
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন