বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০১:২১ পিএম

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন এনায়েত উল্ল্যাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০১:২১ পিএম

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন এনায়েত উল্ল্যাহ

ছবি: সংগৃহীত

১২তম বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪ উপলক্ষে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন এনায়েত উল্ল্যাহ সৈয়দ (শিপুল সৈয়দ)। যিনি সংস্কৃতি অঙ্গনে শিপুল সৈয়দ নামে সুপরিচিত। সম্প্রতি বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জমকালো আয়োজনের মাধ্যমে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এ সময় এনায়েত উল্ল্যাহ সৈয়দ-এর হাতে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানসূচক পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান আলোচক সংস্কৃতিজন পীরজাদা শহীদুল হারুন ও প্রধান অতিথি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া (আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট)। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রফেসর ড. মু. নজরুল ইসলাম তামিজী, সভাপতিত্ব করেন শফিকুর রহমান।

সম্মাননা প্রসঙ্গে এনায়েত উল্ল্যাহ সৈয়দ বলেন, ‘একটি দেশের মৌল ভিত্তি পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখে সংস্কৃতি। একজন অভিনেতা হিসেবে আমার প্রয়াস থাকে সমাজ বদলে মানুষের মননশীলতার পরিবর্তন ঘটানো। দর্শকের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়ে নাটকের মাধ্যমে আনন্দের সাথে কিছু ম্যাসেজও দেয়ার চেষ্টা করি। আমার কর্মের কারণে যদি সমাজের ক্ষুদ্রাংশ জনগোষ্টিও পরিবর্তন হয়, সেটাই আমার স্বার্থকতা।’

শিপুল সৈয়দ অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘গ্রহণকাল’, ‘ঘুণপোকা’, ‘তারপর পারুলের দিন’, ‘ঈদের ডায়েরি’, ‘এ্যাংগেজমেন্ট’, ‘ট্রানজিস্টার’। ধারাবাহিক নাটক- ‘ভেলকি’, ‘দক্ষিণায়নের দিন’, ‘পরিবার ও একটি কোম্পানি’, ‘পিতা বনাম পুত্র গং’, ‘বড় মিয়া ছোট মিয়া’, ‘শুধুই তোমার জন্য’, ‘বসের চেয়ার’, ‘নাটবল্টু’, ‘সুলতান সুলেমান এখন বাংলায়’ ইত্যাদি।    

উল্লেখ্য, শিপুল সৈয়দ ১৯৯৪ সাল থেকে থিয়েটার বর্ণচোরা নাট্যগোষ্ঠীর (চাঁদপুর) মাধ্যমে পথচলা শুরু হয়, পরবর্তীতে ঢাকার নাগরিক নাট্যসম্প্রদায়-এ ২০০১ থেকে অদ্যাবধি যুক্ত রয়েছেন।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!