নতুন বছরের শুরুতেই এক নতুন চমক নিয়ে হাজির হলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘পিনিক’-এর প্রথম পোস্টার।
শনিবার (১৮ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে এই পোস্টার শেয়ার করেছেন বুবলী। পোস্টারে তাকে ভিন্ন এক লুকে দেখা গেছে। স্কার্ফ দিয়ে মাথা আবৃত, চোখে রোদ চশমা, এবং মুখমণ্ডল খাঁচার ভেতরে বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢাকা, যা রহস্যময় একটি পরিবেশ সৃষ্টি করেছে।
‘পিনিক’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় সিনেমাটির শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।
সিনেমাটি প্রযোজনা করছে- ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট, সহপ্রযোজক হিসেবে আছেন অভিনয়শিল্পী শিমুল খান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।